নেটফ্লিক্সে আবারও বাড়ছে সাবস্ক্রিপশন ফি

বিশ্বের বেশ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। ২০২৪ সালের শেষ কয়েক মাসে প্রায় ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সংস্থাটি।

নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, এখনই জানানোর মতো কোনো তথ্য নেই।

 

কতটুকু বাড়বে ফি

যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য বাড়বে।

- বিজ্ঞাপনবিহীন স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি হবে ১৭ দশমিক ৯৯ ডলার, যা আগে ছিল ১৫ দশমিক ৪৯ ডলার।
- বিজ্ঞাপনসহ প্ল্যানের ফি এক ডলার বেড়ে হবে ৭ দশমিক ৯৯ ডলার।

 

 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমরা মাঝে মধ্যে আমাদের গ্রাহকদের কাছ থেকে সামান্য বেশি খরচ চাওয়ার সিদ্ধান্ত নেই, যাতে নেটফ্লিক্সের মানোন্নয়নে বিনিয়োগ করতে পারি।

 

গ্রাহক বাড়ছে হু হু করে

২০২৪ সালের শেষে ৩০ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে নেটফ্লিক্স। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৬ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পূর্বাভাস থাকলেও প্রতিষ্ঠানটি এর চেয়ে অনেক বেশি গ্রাহক অর্জনে সক্ষম হয়েছে।

এই প্রান্তিকেই নেটফ্লিক্স শেষবারের মতো ত্রৈমাসিক গ্রাহক বৃদ্ধির তথ্য জানালো। প্রতিষ্ঠানটি বলেছে, ভবিষ্যতে শুধু মূল মাইলফলক অতিক্রম করলে অর্থপ্রদানকারী সদস্যের সংখ্যা প্রকাশ করা হবে।

জানা গেছে, জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন, জেক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচসহ বিভিন্ন কনটেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া, বড়দিনে এনএফএল-এর দুটি ম্যাচ সম্প্রচার এবং ভবিষ্যতে আরও সরাসরি ইভেন্ট সম্প্রচারের পরিকল্পনা করেছে সংস্থাটি।

 

এ অবস্থায় ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে নেটফ্লিক্সের নিট মুনাফা দ্বিগুণ হয়ে ১৮০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময়ে তাদের বিক্রিও ৮৮০ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ২০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

 

বিশ্লেষক পাওলো পেসকোর মতে, নেটফ্লিক্স তাদের বৈচিত্র্যময় ও শক্তিশালী প্রোগ্রামিংয়ের কারণে প্রতিযোগিতার মধ্যে এগিয়ে থাকার সুযোগ নিচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন