পুতিন যুদ্ধ বন্ধ না করলে আরও নিষেধাজ্ঞা, হুমকি ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, বাড়তি কর এবং শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে বলেন, ভ্লাদিমির এই যুদ্ধ বন্ধ করতেই হবে। তা না হলে আমি ব্যবস্থা নেবো। এখনই মীমাংসা করুন। এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

 

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার পুতিনের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, আপনি যদি চুক্তি না করেন, তাহলে রাশিয়া এবং যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশগুলোর বিরুদ্ধে চড়া কর, শুল্ক এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

 

ট্রাম্প দাবি করেন, আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন এটি বন্ধ করা প্রয়োজন। আমরা সহজ বা কঠিন পথ নিতে পারি। তবে সহজ পথই সেরা। তাই চুক্তি করার জন্য এটি উপযুক্ত সময়।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে যুদ্ধ থামাবেন। তবে কীভাবে সেটি করবেন, তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে, জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ট্রাম্পের বক্তব্যের অর্থ কী, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই যুদ্ধ বন্ধের কথা বলছেন।

 

তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধের প্রশ্নের পাশাপাশি ইউক্রেন সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। ট্রাম্প রাশিয়াবিরোধী মনোভাব তৈরি করেননি বা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতিও নেননি। তবে এখন ওই নীতি বদলানোর সুযোগ তার সামনে রয়েছে।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন