পাকিস্তান থেকে ‘হত্যার হুমকি’ কপিল-রাজপালকে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নতুন আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কপিলের অভিযোগ, ইমেইলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে।

মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ইমেইল আবার এসেছে পাকিস্তান থেকে।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন কমেডিয়ান-অভিনেতা রাজপাল যাদব, নৃত্য পরিচালক রেমো ডি’সুজা, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্রও। জানা গেছে, বিষ্ণু নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে হুমকি ইমেইল পাঠানো হয়েছে।


 

অভিনেতা রাজপাল যাদব এই হুমকির বিষয়ে মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন।

হুমকিমুলক মেইলে কপিল শর্মা, তার পরিবার এবং রাজপাল যাদবকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। ডন৯৯২৮৪@জিমেইল ডটকম থেকে পাঠানো এক ইমেইলে বলা হয়েছে, ‘বিগত কয়েকদিন ধরে আপনাদের কাজকর্ম নজরে রাখা হচ্ছে। এই বার্তা গোপন রাখা হোক এবং গুরুত্ব সহকারে নেওয়া হোক।’ ইমেইলের শেষে বিষ্ণু নামটি লেখা ছিল।

 

এদিকে, মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন, তার মেইলে একটি হুমকি বার্তা এসেছে। যেখানে বলা হয়েছে, ‘আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি।

 


 

কপিলের দাবি, মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে সেই ইমেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ওই বার্তাটির নিচে প্রেরণকারী নিজেকে ‘বিষ্ণু’ বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই হুমকি বার্তাটি পাকিস্তান থেকে এসেছে। শুধু কপিলই নন, এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডি’সুজার কাছেও একই রকম হুমকি বার্তা এসেছে। ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। পাশাপাশি অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অম্বোলি থানা পুলিশ।


 

এদিকে, গত বছর বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা, সালমান খানকে লাগাতার হুমকি, সাইফ আলী খানের বাড়িতে হামলা, কপিল-সহ চার তারকাকে খুনের হুমকিতে শাহরুখসহ একাধিক তারকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটাচ্ছে গোটা বলিউড।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন