সৌদি লিগ ছেড়ে ব্রাজিলে ফিরছেন নেইমার?

তবে কি সৌদি প্রো লিগের দল আল হিলাল ছাড়ছেন নেইমার? ইএসপিএন সূত্রে জানা গেছে, ব্রাজিলিয়ান তারকা জানুয়ারিতে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার জন্য চুক্তি বাতিল করার চেষ্টা করছেন।

৩২ বছর বয়সী নেইমার জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কিছু দলেরও লক্ষ্যবস্তু তিনি। তবে নেইমার সম্ভবত স্বদেশি ক্লাব সান্তোসকেই প্রাধান্য দেবেন।

 

২০০৩ সালে ১১ বছর বয়সে সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। খেলেছেন ২০১৩ পর্যন্ত ১০ বছর। এরপর বার্সেলোনা এবং পরে পিএসজি হয়ে আল হিলালে আসেন ব্রাজিল সুপারস্টার।

নেইমারের ব্রাজিলে ফিরে আসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের দুই সতীর্থ রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র।

 

বার্সেলোনার তারকা রাফিনহা সম্প্রতি টিএনটি স্পোর্টস ব্রাসিলকে জানিয়েছেন, 'হাই লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেইমারের ফিরে আসা তার জন্যই শুধু নয়, আমাদের সবার জন্য ভালো হবে। ব্রাজিলিয়ান লিগ এখন বেশ উঁচুমানের এবং আমি মনে করি এটি তার জন্য আদর্শ স্থান।'

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেন, 'সান্তোসই তার জন্য সঠিক জায়গা, কারণ এটাই তার ঘর। এখানে সে অনেক খেলেছে। ব্রাজিলের জন্য নেইমারের মতো একজন খেলোয়াড় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

নভেম্বরে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যাওয়া নেইমার গত এক বছরে ইনজুরির কারণে খেলতে পারেননি। আল হিলালে যোগ দেওয়ার পর থেকে ৭টি ম্যাচে মাত্র ১টি গোল করেছেন নেইমার। কিন্তু সান্তোসে ফিরে এলে তিনি তার পুরনো ছন্দ ফিরে পাবেন বলে মনে করছেন তার ভক্ত ও সতীর্থরা।

 

ভিনিসিয়াস যোগ করেন, 'নেইমার আমাদের আইডল। আমরা আশা করি, তিনি দ্রুত মাঠে ফিরবেন এবং নিজের ও পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।'

 

সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন শুধু ক্লাবটির জন্যই নয়, ব্রাজিলিয়ান ফুটবলের জন্যও একটি বড় ঘটনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন