সুইজারল্যান্ডসহ ইউরোপের ৪ দেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্য চুক্তি

gbn

সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়টংটার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাবোসে এই চুক্তি হয়।

এই চারটি দেশ ২০২৩ সালে থাইল্যান্ড থেকে এক দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য ও সার্ভিস আমদানি করে। এক্ষেত্রে রপ্তানি করে এক দশমিক ৪ বিলিয়ন ডলার। সুইজারল্যান্ড হচ্ছে থাইল্যান্ডের ১৪তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

 

চুক্তির অধীনে থাইল্যান্ড ও দেশগুলো বাণিজ্যের ক্ষেত্রে শিল্প ও সামুদ্রিক খাদ্যপণ্যে শুল্ক কমাবে। তাছাড়া স্বচ্ছতারভিত্তিতে বাণিজ্যকে আরও এগিয়ে নিতেও রাজি হয়েছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মধ্যে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে থাই সরকার।

 

ট্রাম্প মার্কিন ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীন, মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মতো যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত উপভোগ করছে ভারসাম্য বজায় রাখতে তাদের ওপর শুল্ক আরোপ করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০তম বাণিজ্য উদ্বৃত্তের দেশ থাইল্যান্ড। ভিয়েতনাম চতুর্থ।

 

থাই বাণিজ্য মন্ত্রণালয়ের লক্ষ্য মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে অন্তর্মুখী বিনিয়োগকে উত্সাহিত করা। ইউরোপের দেশগুলো থাইল্যান্ড থেকে ইলেকট্রনিক্স তৈরির যন্ত্রপাতি, যান্ত্রিক যন্ত্রপাতি, যানবাহন ও লোহার পণ্য এবং ঘড়ি এবং ঘড়ির যন্ত্রাংশ আমদানি করে।


জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন