দুঃস্বপ্নে কাটছে আরিফিন শুভর দিন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করা আরিফিন শুভর সময় ভালো যাচ্ছে না। এই সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে প্লট পাওয়া, পরে বাতিল হওয়ার ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি।

শুভর ব্যক্তিজীবনেও এসেছে ঝড়। ভারতীয় নাগরিক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, মাকে হারানো এলোমেলো করে দিয়েছে তার জীবন। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে সেসব দুঃখ ভাগাভাগি করেছেন আরিফিন শুভ।

 

আজ (২৪ জানুয়ারি) শুক্রবার শুভ তার ফেসবুকে লিখেছেন মন খারাপের কথা। মায়ের স্মৃতি ভীষণ পোড়াচ্ছে তাকে। শুভ লিখেছেন, ‘ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে। সময় বড়ই স্বার্থপর। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে!’

 

তিনি আরও লিখেছেন, ‘লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনোদিন আমি বোঝাতে পারব না। আমার জন্য তুমি কি ছিলে এবং আছো। জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে। গত ৩৬৫ দিন প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে। সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি, এটা কোনো দুঃস্বপ্ন নয় তো।’ এই পোস্টের সঙ্গে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

দুঃস্বপ্নে কাটছে আরিফিন শুভর দিন

 

গত ৮ নভেম্বর ভারতের কলকাতায় শুটিংয়ে যান শুভ। সেখানে তিনি কাজ করেন ‘জ্যাজ সিটি’ সিরিজটিতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই সিরিজের কোনো শুটিং অবশ্য বাংলাদেশে হবে না। এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টালিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকেও সিরিজে দেখা যাবে। এর আগে পশ্চিমবঙ্গে তিনি কাজ করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’তে। ‘উনিশে এপ্রিল’ অবমুক্ত হলেও ‘লহু’ এখনও আটকে আছে। ঢাকায় মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত ছবি ‘নীলচক্র’।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন