যেসব হলে দেখা যাচ্ছে ‘রিকশা গার্ল’

মুক্তি পেল নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা ‘রিকশা গার্ল’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে এটি আজ দেশের ১১টি হলে মুক্তি পেল। প্রেক্ষাগৃহের সঙ্গে একই দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে সিনেমাটি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

সিনেমাটি দেখা যাবে রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ারের ‘স্টার সিনেপ্লেক্স’ শাখায়। এ ছাড়াও চট্টগ্রামের ‘স্টার সিনেপ্লেক্স’, কেরানীগঞ্জের ‘লায়ন সিনেমাস’, ঢাকার ‘শ্যামলী সিনেমা’, সিলেটের ‘গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার’, বগুড়ার ‘মম ইন’, পাবনার ‘রূপকথা সিনেমা’ ও রাজশাহীর ‘গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স’-এ মুক্তি পেয়েছে এটি।

​​​​​​​

রিকশা গার্ল সিনেমায় নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

সিনেমাটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমাদের দেশের রিকশা পেইন্টিংয়ের মতো দারুণ একটা শিল্পকে সারা বিশ্বের দর্শকের সামনে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আমাদের কিশোর-কিশোরী যারা ছবি আঁকতে চায়, তাদের অনুপ্রাণিত করবে সিনেমাটি। সেই জায়গা থেকেই রিকশা গার্ল নির্মাণ করা।’

 

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে রিকশা গার্ল নির্মিত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী। নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান।

 

করোনা মহামারির আগেই শেষ হয়েছিল এ সিনেমার শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিয়ে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে রিকশা গার্ল। বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে এর প্রদর্শনী হয়। অবশেষে এবার দেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন