আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ আফগানিস্তানের তিনজন থাকলেও নেই বাংলাদেশ-ভারতের কেউ

২০২৪ সালের ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বর্ষসেরা ওয়ানডে দল বেছে নিয়েছে আইসিসি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রকাশ করা হয় সেই ওয়ানডে একাদশে আফগানিস্তানের তিন ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশ-ভারতের কেউ।

শুধু বাংলাদেশ-ভারতেরই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।

 

এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ। বর্ষসেরা ওয়ানডে দলে শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছেন চারজন, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন একজন।

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক রাখা হয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে। উইকেটকিপার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কারই কুশল মেন্ডিস। এছাড়া শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে।

 

দুই ওপেনার হিসেবে বর্ষসেরা দলে নাম রয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের। মিডলঅর্ডারে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দাপট। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড। সাতে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশে রয়েছেন আফগানিস্তানের আল্লাহ গজনফর।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ

 

সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা, ক্যাপ্টেন), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), আল্লাহ গজনফর (আফগানিস্তান)।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন