কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বরমচাল মিশনে দিবস উপলক্ষে আলোচনা সভা, ছড়া, কবিতা আবৃত্তি, গল্প লেখা, দেয়ালিকা প্রদর্শন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় টেকসই উন্নয়ন ও শান্তির জন্য শিক্ষা এ প্রতিপাদ্যকে সামনে রেখে হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় তালুকদারের সভাপতিত্বে ও প্রগতি-৪০৬ যুব ক্লাবের সভাপতি আলমিনা খংটাংকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুমডনবক ডেভলপম্যান্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া। প্রধান অতিথির তিনি শিক্ষার গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি. পিউস প.স্না, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, মিখায়েল নংরুম, টিউটর রিবিকা বেপারী, মুক্তি চিসিম, সৌরভ তপ্ন, রাহেল মুন্ডা, হান্না মুন্ডা, অভিষেক লংড.কিরি প্রমুখ। অনুষ্ঠান শেষে ১২০ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন