বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে সব কিছু কেঁপে ওঠে। যদিও এর স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি। তবে যারা ভূমিকম্পের বিষয়টি বুঝতে পেরেছেন তাদের অনেকেই ছিলেন আতঙ্কিত।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ভূমিকম্প নিয়ে পোস্ট করেছেন। বাদ যাননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও। ভূমিকম্পের পরপরই পোস্ট দেন তিনি।
পরীমনি ওই পোস্টে লেখেন, ‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না।
আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’
পরীর সেই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন করেন নানা মন্তব্য। তবে নেটিজেনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে।
তা নিয়ে পরীমনিকে মন্তব্যের ঘরে জবাবও দিতে দেখা যায়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন