চাকচিক্য আর গ্ল্যামার জগৎ থেকে দূরে সরেছেন আগেই। এবার বাস্তবিক রঙিন জগৎ থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন বলিউডের সাবেক অভিনেত্রী মমতা কুলকার্নি। একসময়ের আবেদনময়ী এ অভিনেত্রী সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছেন বলেই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমে।
শুক্রবার (২৪ জানুয়ারি) মহাকুম্ভে এসে স্নান করলেন মমতা কুলকার্নি।
শুধু তাই নয়, এদিন তিনি গ্রহণ করেন সন্ন্যাস। হয় তার নতুন নাম। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন নিলেন বলিউডের সাবেক এই অভিনেত্রী? নিজেই প্রকাশ্যে আনলেন তার কারণ।
সংবাদমাধ্যম ‘এএনআই’-এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মমতা কুলকার্নি পিণ্ডদান করছেন।
পিণ্ডদান সেরেই জলে ডুব দিতে দেখা যায় তাকে। তারপর জল থেকে উঠে এসে তিনি জানান যে কেন আচমকা তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন।
মমতা কুলকার্নি জানিয়েছেন, তিনি সন্ন্যাস নিয়েছেন মহাদেব এবং মহাকালীর নির্দেশেই। এই বিষয়ে বলিউডের প্রাক্তন অভিনেত্রী বলেন, ‘মহাদেব, মহাকালীর আদেশ ছিল।
আমার গুরুর আদেশ ছিল। এ জন্য আজকের দিনটি উনি বেছেছেন আমি কিছু করিনি।’
জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) মহাকুম্ভে আসেন মমতা কুলকার্নি। এদিন এখানে এসে কিন্নর আখড়ায় যান তিনি। গিয়ে দেখা করেন মহামণ্ডলেশ্বর ডাক্তার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির সঙ্গে।
আশীর্বাদ নেন। সেখানেই তাঁরা আলোচন করেন অভিনেত্রীর মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা নিয়ে। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে আছে শাহি স্নান। সেই উপলক্ষেই মূলত তিনি মহাকুম্ভে এসেছেন। এই পুণ্য তিথিতে স্নান করবেন তিনি। এখান থেকে সব আচার অনুষ্ঠান সেরে তিনি যাবেন কাশী বিশ্বনাথ ধাম। সেখান থেকে যাবেন অযোধ্যায়। বর্তমানে তিনি ১০ দিনের আধ্যাত্মিক যাত্রায় আছেন। এই সময় নিজে প্রয়াত বাবা-মায়ের জন্য তর্পণ করবেন তিনি— এমনটাও জানা গিয়েছে।
এ প্রসঙ্গে ডাক্তার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি জানিয়েছেন, হঠাৎ করেই মমতা সন্ন্যাস গ্রহণ করেছেন যে ব্যাপারটা তেমন নয়। তিনি গত দেড় বছর ধরে যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে। এদিন মমতা কুলকার্নিকে একটি গেরুয়া বসন পরে কাঁধে ঝোলা নিয়েই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে মহাকুম্ভে।
দীর্ঘ দুই যুগের বেশি সময় পর ভারতে ফিরেছেন মমতা কুলকার্নি। তার নাম মাদক মামলায় জড়ানোর পর তিনি দেশ ছেড়েছিলেন। এরপর ২০১৬ সালে থানে পুলিশ দুই হাজার কোটির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে; যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত, মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। সেই মামলা থেকে মুক্তি পেয়েই সন্ন্যাস নিলেন মমতা।
১৯৯২ সালে রাজ কুমার ও নানা পাটেকরের ‘তিরাঙ্গা’র মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন মমতা কুলকার্নি। নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সাবসে বাড়া খিলাড়ি’র মতো হিট সিনেমার নায়িকা ছিলেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন