আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও নেই বাংলাদেশের কেউ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার আছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। কিন্তু বাংলাদেশের কেউ জায়গা পাননি।

এর আগে বর্ষসেরা ওয়ানডে এবং টেস্ট দলও প্রকাশ করেছিল আইসিসি। তাতেও ছিলেন না বাংলাদেশের কেউ। এবার জায়গা হয়নি টি-টোয়েন্টিতেও।

 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সবচেয়ে বেশি ভারতের ক্রিকেটার, ৪ জন। তারা হলেন-অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ।

এছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে আছেন বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও।

 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অর্শদীপ সিং (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন