সোমবার ক্লাবগুলোর বৈঠক, মাঠে গড়াচ্ছে স্থগিত প্রথম বিভাগ লিগ

বিসিবিতে কাউন্সিলর ও বোর্ড পরিচালকদের সংখ্যা কমিয়ে অর্ধেকের নিচে নামিয়ে আনার প্রতিবাদে সোচ্চার ঢাকার ক্লাবগুলো। প্রতিবাদ, আল্টিমেটাম আর নানা দাবি-দাওয়ায় চলছে ঢাকার ক্লাবগুলোর দিনকাল। সেই প্রতিবাদেরই একটা অংশ হলো প্রথম বিভাগ লিগ না খেলার সিদ্ধান্ত।

গত ২০ জানুয়ারি থেকে শুরুর কথা ছিল ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের। সেটা আজ অবধি শুরু হয়নি। তবে গতকাল শনিবার বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এখন প্রথম বিভাগ লিগ শুরুর সম্ভাবনা জেগেছে।

 

সেটা এমনি এমনি হয়নি। শনিবারের বোর্ড পরিচালক পর্ষদের সভায় বোর্ড গঠনতন্ত্র সংশোধন কমিটি পরিবর্তন ও পরিবর্ধনের সিদ্ধান্ত হয়েছে। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে যে ৫ সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়েছিল, তা নতুন করে গঠন করা হবে।

জানা গেছে, নাজমুল আবেদিন ফাহিম নতুন কমিটিতেও থাকবেন। তবে বাকি যে ৪ সদস্য ছিলেন, তাতে পরিবর্তন আসবে। নতুন মুখ হিসেবে ঢাকার ক্লাব ক্রিকেটের প্রতিনিধি থাকবেন অন্তত ২ জন। তারা বসে গঠনতন্ত্র সংশোধন করবেন।

 

গঠনতন্ত্র সংশোধন কমিটি নতুনভাবে করা হবে এবং তাতে ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকদের প্রতিনিধিত্ব থাকবে। এমন আশ্বাসের পর নড়েচড়ে বসেছে ক্লাবগুলো এবং আন্দোলন থামিয়ে প্রথম বিভাগ লিগ খেলার চিন্তাভাবনা চলছে।

ভেতরের খবর, আগামী ৩১ জানুয়ারি অথবা ১ ফেব্রুয়ারি প্রথম বিভাগ লিগ শুরু করা যায় কিনা, সে চিন্তাভাবনা চলছে। সেই লক্ষ্যে আগামীকাল ২৭ জানুয়ারি বিকেলে ৭৬ ক্লাবের বৈঠক ডাকা হয়েছে এবং সেখানেই প্রথম বিভাগ লিগ খেলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ডের আশ্বাসের প্রেক্ষিতে ক্লাবগুলোর মনোভাব ও অবস্থান বদলাবে এবং তাই প্রথম বিভাগ লিগ খেলার সিদ্ধান্তে ফিরে যাওয়ার কথা ভাবা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন