কর্মহীন মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে বাড়ছে  

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি ||    

করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। মহামারিতে যুক্তরাষ্ট্রে যত লোক বেকার হতে পারেন বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা, বাস্তবে কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে তার চেয়ে অনেক বেশি।    যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশটিতে গত ২১ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে কাজ হারিয়ে সরকারের কাছে বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছেন অন্তত ৭ লাখ ৭৮ হাজার মানুষ, যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে প্রায় অর্ধলাখ বেশি।    ডো জোনসের অর্থনীতিবিদদের পূর্বাভাসে ওই সাত দিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭ লাখ ৩৩ হাজার জন বেকারত্ব সুবিধার জন্য আবেদন করতে পারেন বলে জানানো হয়েছিল। এর আগের সপ্তাহেও দেশটিতে ৭ লাখ ৪২ হাজার মার্কিনি বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছিলেন।    তবে বেকারের সংখ্যা বাড়লেও ধীরে ধীরে তাদের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা কমাতে শুরু করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে বেকারত্ব সুবিধা পাচ্ছেন এমন লোকের সংখ্যা গত দুই সপ্তাহ ধরেই কমছে।    একদিকে করোনার সংক্রমণ বাড়ছে, অন্যদিকে আর্থিক সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে – এমন দ্বিমুখী সংকটে নাজেহাল অবস্থা অনেক মার্কিনির।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন