সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
আজ ২৬শে জানুয়ারি রোববার সারা বাংলাদেশে ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। সারা দেশের মতো মৌলভীবাজার জেলাতেও যথাযোগ্য মর্যাদার সাথে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিবসটি উদযাপিত হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার পুলিশ বিভাগের ট্রাফিক শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজার শহরের পুলিশ ক্লাবের সম্মুখ থেকে সকালে র্যালির উদ্বোধন করা হয়।
এতে পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী, বি এন সি সি, গার্লসগাইড, স্কাউট, গণমাধ্যমকর্মী, নিরাপদ সড়ক চাই সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ এই র্যালিতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান কালে গনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলমের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন