জকিগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য বিএনপি নেতা প্রফেসর এম. ফরিদ উদ্দিনের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি সমাজসেবী প্রফেসর এম. ফরিদ উদ্দিন।
 

রবিবার বিকেল ৩ টায় জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

মতবিনিময়ে জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন।
 

মতবিনিময়ে প্রবাসী বিএনপি নেতা প্রফেসর এম. ফরিদ উদ্দিন বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম একটি মহান পেশা। সাংবাদিকরা রাজনীতিবীদদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জবাবদিহিতায় রাখেন সাংবাদিকরা সংবাদের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সবসময় সচেতন থাকা উচিত। গণমাধ্যম প্রভাবিত হলে জনগণ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জকিগঞ্জ-কানাইঘাট বিএনপিকে সংগঠিত করতে কাজ করছি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
 

 

সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন রশীদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, জকিগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, জকিগঞ্জ পৌরসভার সহ সভাপতি আব্দুল আহাদ তোরা, মুনিম আহমদ, বিএনপি নেতা আব্দুল গফুর, ফয়জুল ইসলাম, ইসলাম উদ্দিন, সালেহ আহমদ, আব্দুস শহীদ চুনু, আব্দুল আহমদ মেম্বার, শামসুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা কয়েছ আহমদ ও ছাত্রদল নেতা সুলতান আহমদ প্রমূখ।
 

অন্যদিকে ওইদিন বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি সমাজসেবী প্রফেসর এম. ফরিদ উদ্দিন আরেকটি মতবিনিময়ে মিলিত হন। এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন