ভারতের পদ্ম পুরস্কার পাচ্ছেন যে তারকারা

২০২৫ সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। ২৫ জানুয়ারি প্রকাশিত তালিকায় ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম প্রকাশ করা হয়েছে। এতে ভারতের বিনোদন অঙ্গনের অনেক তারকার নাম রয়েছে।

 

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার পদ্মশ্রী পাচ্ছেন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ভারতের পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে বেড়ে ওঠা এ শিল্পী বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছেন। এছাড়াও ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী মমতা শঙ্করও পদ্মশ্রী পচ্ছেন।

এ ছাড়াও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান অভিনেতা ও রেসিং তারকা অজিত কুমার, অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা। সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের নামও আছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়।

 

পশ্চিমবঙ্গ থেকে পদ্ম তালিকায় ঢাকি গোকুল চন্দ্র দাসের নাম রয়েছে। ভারতবাসীর মন জয় করে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউইয়র্ক, ওয়েলিংটন, লস এঞ্জেলেস, এবং জার্মানির বার্লিনে ঢাক বাজিয়ে খ্যাতি অর্জন করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন