আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেন, গ্রিনল্যান্ডের বাসিন্দারা আমেরিকার সঙ্গে থাকতে চায়। স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেও ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার তিনি সেই ইচ্ছারই পুনঃপ্রকাশ করলেন। মার্কিন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার মনে হয়, আমরা এটা (গ্রিনল্যান্ড) পেতে যাচ্ছি। সেখানকার ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।

 

এমন এক সময়ে ট্রাম্প এই কথা বললেন যখন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করে ক্ষোভ প্রকাশ করেন। ওই সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

গ্রিনল্যান্ড নিয়ে রিপাবলিকান এই নেতার এমন মন্তব্য এবারই প্রথম নয়। গত বছরের ২২ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথ সোশ্যালে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনিশ নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান।

 

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছেন। এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় ১৮৬০ এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের সময়।

 

গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় এ দ্বীপটিতে মার্কিন মহাকাশ প্রকল্পের বিশাল সব স্থাপনা আছে। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম জলপথে। এই দ্বীপে গুরুত্বপূর্ণ খনির মজুত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডেনমার্কের কাছে থাকা স্বায়ত্তশাসিত এই দ্বীপ কিনতে পারলে, তা হবে যুক্তরাষ্ট্রের জন্য ‘শতাব্দীর সেরা চুক্তি’।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন