চট্টগ্রামে মিজানুর রহমান আজহারীর ৫ দিনব্যাপী মাহফিল শুরু হচ্ছে আজ

দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে। পাঁচ দিনব্যাপী মাহফিলে প্রতিদিন তাফসির করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

সোমবার মাহফিলের উদ্বোধনীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজন সূত্র জানিয়েছে। এছাড়া জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরীসহ বেশ কয়েকজন ইসলামী বক্তা এদিন উপস্থিত থাকবেন।

 

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ ২০০৬ সালে চট্টগ্রাম নগরের প্যারেড মাঠে সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল। ওই মাহফিলে তাফসির রেখেছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আয়োজন সূত্র জানিয়েছে, প্যারেড ময়দানে (চট্টগ্রাম কলেজ মাঠ) মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

 

মূল প্যান্ডেলের বাইরে পার্শ্ববর্তী মহসিন কলেজ, কাজেম আলী স্কুল, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজসহ কয়েকটি স্থানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে। এছাড়া নগরের আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল কলেজ এবং চকবাজারসহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল শোনার ব্যবস্থা থাকবে। ৩১ জানুয়ারি পর্যন্ত এ মাহফিল চলবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন