শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল, দাবিটি ভুয়া

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে সম্প্রতি ‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল’ শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে শীর্ষক দাবিতে হিন্দুস্তান টাইমস কোনো সংবাদ দেয়নি, বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এ ছাড়া ইন্টারপোল কর্তৃক কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নেই।

এ বিষয়ে অনুসন্ধানে হিন্দুস্তান টাইমসের ইংরেজি এবং বাংলা সংস্করণের ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ড এবং অ্যাডভান্স সার্চ করেও এমন দাবিতে কোনো তথ্য প্রচারের প্রমাণ পায়নি রিউমর স্ক্যানার।

সংবাদমাধ্যমটির বাংলা সংস্করণে সর্বশেষ ২৬ জানুয়ারি আওয়ামী লীগ তথা শেখ হাসিনার দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়, যাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য আগামী নির্বাচনে আওয়ামী লিগকে লড়াই করতে দেওয়া হবে না শীর্ষক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের ইংরেজি সংস্করণে সর্বশেষ গত ২১ জানুয়ারি শেখ হাসিনার বিষয়ে সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায়, যাতে তদন্তকারী কমিশনের বরাত দিয়ে হাসিনার সরকারের আমলে গোপন কারাগারে শিশু ও তাদের মায়েদের পাশাপাশি গোপন আটক কেন্দ্রে বন্দি রাখা হতো শীর্ষক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে আলোচিত দাবিটির বিষয়ে তথ্য মেলেনি। পরবর্তী অনুসন্ধানে ইন্টারনেট আর্কাইভ যাচাই করেও হিন্দুস্তান টাইমসে উক্ত দাবিতে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

 

 

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে দাবির বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

ইন্টারপোল সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য একটি আন্তর্জাতিক নোটিশ ব্যবস্থা পরিচালনা করে। এতে রেড নোটিশ নামে একটি বিশেষ ধরনের সতর্কবার্তা জারি করা হয়। রেড নোটিশ হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, যার মাধ্যমে একটি দেশ অন্য দেশগুলোকে কোনো অপরাধীকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে সাহায্য চায়, যাতে তাকে নিজ দেশে ফিরিয়ে আনা যায়।

কিন্তু কোনো অপরাধীকে খুঁজে বের করার দায়িত্বটি নেয় আবেদনকারী দেশটিই। মনে রাখা জরুরি যে এটি একটি স্বেচ্ছাসেবী ব্যবস্থা। কোনো দেশই আইনত বাধ্য নয় যে রেড নোটিশের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করবে। ইন্টারপোল জানায় যে প্রতিটি দেশ নিজের আইন অনুযায়ী রেড নোটিশকে কতটা গুরুত্ব দেবে তা নিজেই সিদ্ধান্ত নিতে পারে।

 

তা ছাড়া ইন্টারপোলের কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই।

এর পরিবর্তে এটি বিশ্বব্যাপী পলাতকদের শনাক্ত করতে সহায়তা করার সময় রেড নোটিশ, ফরেনসিক এবং বিশ্লেষণের মতো তদন্তমূলক সহায়তা প্রদানের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে। সদস্য দেশগুলো তাদের নিজ নিজ দেশের আইন অনুযায়ী রেড নোটিশের গুরুত্ব বিবেচনা করে এসংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করে।

 

উল্লেখ্য, গণমাধ্যম থেকে জানা যায়, গত ২১ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দাবি করেছেন। তবে, ইন্টারপোলের ওয়েবসাইটে এখন অবধি এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘হিন্দুস্তান টাইমস’কে সূত্র হিসেবে উল্লেখ করে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন