অরিজিতের পুরস্কার প্রাপ্তিতেই কি সোনুর কড়া সমালোচনা

রাষ্ট্রীয় পুরস্কার ঘোষণার পর প্রায় সব দেশেই আলোচনা-সমালোচনা হয়। কয়েকদিন আগে দেশে ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ফলে এটি স্থগিত হয়। এবার ভারতের রাষ্ট্রীয় ‘পদ্ম’ পুরস্কার ঘোষণার পরও সমালোনায় সবর হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম।

বলিউডের এ গায়ক এবার একই ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের পুরস্কার প্রাপ্তিতেই হয়তো এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। এমনটাই মনে করছেন অনেকে। এমনটা মনে করার সঙ্গত কারণও বয়েছে। সনু বলেছেন, ‘কিশোর কুমার, অলকা-শ্রেয়া কারও পদ্মশ্রী জোটেনি’। পুরস্কার বঞ্চিত অন্য শিল্পীদের নিয়ে সনু কথা বলায় ধরে নেওয়া হয়েছে তিনি অরিজিতকে নিশানা করেছেন।

 

অথচ এই শিল্পীর প্রশংসা করে বছর দুয়েক আগে সনু নিগম বলেছিলেন, ‘অরিজিৎ সিং লম্বা দৌড়ের ঘোড়া। এত খ্যাতি তার প্রাপ্য’। সেই অরিজিৎই ‘পদ্ম’ পুরস্কারে ভূষিত হওয়ায় বিস্ফোরক মন্তব্যে ফেটে পড়েছেন সোনু। এতে তিনি নাম উল্লেখ করে বলেন, ভারতীয় সংগীত দুনিয়ায় অসামান্য অবদান সত্ত্বেও কারা ‘পদ্ম’ সম্মানের তালিকা থেকে বঞ্চিত রয়ে গেছেন। সেই প্রসঙ্গে কিংবদন্তি কিশোর কুমারের নামও নিয়েছেন গায়ক।’

বোরবার এক ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, ‘দুজন এমন গায়ক যারা পুরো বিশ্বের শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। একজন যাকে শুধু পদ্মশ্রী দিয়েই ক্ষান্ত! তিনি মোহম্মদ রফি সাহেব। অন্যজন কিশোর কুমার, যার কপালে কোনোদিন পদ্মশ্রী জোটেনি। মরোণত্তরও তো পদ্ম পুরস্কার দেওয়া হয়, তাই না?’

 

সোনু আরও বলেন, ‘আর যারা রয়েছেন, তাদের মধ্যে অলকা ইয়াগনিকের এত ভালো দীর্ঘ সংগীত ক্যারিয়ার হওয়া সত্ত্বেও তাকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরে সংগীতশিল্পী হিসেবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে এসেছেন। তারও তো পুরস্কার প্রাপ্য। সুনিধি চৌহানের কথাই ধরুন, নিজের অনন্য কণ্ঠস্বরে একটা পুরো প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাকেও কোনো পুরস্কার দেওয়া হয়নি। কেনো এই বঞ্চনা?’ প্রশ্ন তুলেছেন সোনু নিগম।

২৫ জানুয়ারি ২০২৫ সালের পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গ থেকে পদ্মপ্রাপক পাঁচজনের মধ্যে মমতাশঙ্কর, তেজেন্দ্র নায়ারণের পাশাপাশি অরিজিৎ সিংও রয়েছেন। নাম ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জের সন্তান অরিজিৎকে নিয়ে উল্লাস করছেন অনুরাগীরা। যদিও অরিজিৎ নিজে এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে সোনু নিগমের এমন মন্তব্যে অনেকের ধারণা, তার নিশানা সম্ভবত অরিজিৎ সিং।

 

সোনু নিগম ২০২২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবার যারা বঞ্চিত রয়েছেন, তাদের হয়ে কথা বলেছেন বলিউডের এ গায়ক।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন