মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে কার্যক্রমের করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
শ্রীমংগল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও রকীন্দ্র শর্মার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান,সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মোমিনুল হোসেন সোহেল, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু।
২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোরো, গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৯০ কৃষককে বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, ৪০০০ কৃষককে ২ কেজি করে হাইব্রীড বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন