অ্যাকাউন্ট হ্যাক : সিলেটে পুলিশের পদক্ষেপে নারীর ৭ লক্ষ টাকা রক্ষা

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে পুলিশের পদক্ষেপে এক নারীর ৭ লক্ষ টাকা রক্ষা পেয়েছে। হ্যাকিং এ্যাপস ব্যবহার করে ওই নারী গ্রাহকের ব্যাংক হিসাব থেকে বড় অংকের এই টাকা হাতিয়ে নিতে বসেছিলো হ্যাকাররা। সিলেট কোতোয়ালি মডেল থানাপুলিশ সময়মতো পদক্ষেপ নেওয়ায় এ টাকা খোয়া যায়নি। 

 

 

 

পাশাপাশি পুলিশ এই চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। চক্রের সদস্যদের ধরতে চলছে অভিযান। 

 

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক  জানান- গত শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ভিকটিমের মোবাইল ফোন ও ই-মেইলে হঠাৎ তার ব্যাংক হিসাব-সংক্রান্ত বার্তা আসতে শুরু করে। তিনি বুঝতে পারেন- অ্যাকাউন্ট থেকে তার টাকা ট্রান্সফার হতে শুরু করেছে। ৩ বারে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা ট্রান্সফার হতে দেখেন তিনি। তৎক্ষণাৎ ওই নারী বিষয়টি কোতোয়ালি থানাপুলিশকে অবগত করেন এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

 

 

পুলিশ এদিনই ব্যাংক-কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং প্রযুক্তির সহায়তায় খোয়া যেতে থাকা ৭ লাখ টাকা অনলাইন সিস্টেমে ফিরিয়ে আনা সম্ভব হয়।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- চক্রটিকে চিহ্নিত করা গেছে, হ্যাকারদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন