তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র এবার পাকিস্তানি পুলিশ

gbn

বারবার বিতর্কিত পদক্ষেপ নিয়ে সংবাদ শিরোনামে থাকার জন্য পরিচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও দুটি বিয়ে করেছিলেন রাখি। শেষবার বিয়ের জন্য তিনি ইসলাম ধর্মও গ্রহণ করেচিলেন। কিন্তু সংসার টেকাতে পারেননি।

এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন রাখি। পাত্র হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের এক পুলিশকে।

 

রাখির হবু স্বামীর নাম দোদি খান। তিনি পুলিশে চাকরির পাশাপাশি একজন অভিনেতাও। পাকিস্তানে গিয়ে একাধিক বিয়ের প্রস্তাব পেলেও রাখি সেখান থেকে বেছে নেন দোদিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাখি জানিয়েছেন পাকিস্তানে তাদের বিয়ে হবে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের পরবর্তী প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডে। সংসার পাতবেন দুবাইয়ে।

 

রাখির প্রথম এবং দ্বিতীয় বিয়ের পর অনেক জলঘোলা হয়। প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন রাখি। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। দ্বিতীয়বার তিনি উঠতি অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। সেই সম্পর্কও নানা ঝামেলায় জড়িয়ে শেষমেষ থানা পর্যন্ত গড়ায় সম্পর্কের জটিলতা। বাধ্য হয়ে সেই সংসারকেও গুডবাই বলে দেন।

 

এবার তৃতীয় বিয়ের খবরে আলোচনায় আছেন রাখি সাওয়ান্ত। দেখা যাক দাম্পত্য জীবনের সুখের দেখা পান কি না এই বিতর্কিত তারকা।

জিবি নিউজ প্রতিনিধি//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন