মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||
আমেরিকান কোম্পানী ফাইজার ইতিমধ্যে আমেরিকান ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশনের (এফডিএ) বরাবর জরুরী ভিত্তিতে অনুমোদনের জন্য আবেদন করেছে। ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা শতকরা ৯৫ ভাগ বলে দাবি করেছে। এফডিএ আগামী ১০ ডিসেম্বর এ ভ্যাকসিনের অনুমোদন দেবে বলে জানিয়েছে। ১১ বা ১২ ডিসেম্বর থেকে তা বিতরণ শুরু হবে। এদিকে আমেরিকান দ্বিতীয় আরেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানী মেডোরনাও ভ্যাকসিন আবিস্কারের দাবি করেছে। তাদের কার্যকারিতার হার ৯৪.৫ শতাংশ। এ সপ্তাহেই তারা অনুমোদনের জন্য এফডিএ এর কাছে আবেদন করবে। এদিকে ব্রিটিশ কোম্পানী এস্ট্রাজেনেকা আবিস্কার করেছে করোনা ভ্যাকসিন। যাকে বলা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ভ্যাকসিন। যার কার্যকারিতা ৭০ শতাংশের বেশি। ব্রিটিশ সরকার ইতোমধ্যে ১০০ মিলিয়ন ডোজেস উৎপাদনে অনুমোদন দিয়েছে।
করোনা ভাইরাস মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আমেরিকায় সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা ১৩ মিলিয়নের ওপর। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার। সিএনএন ও এএফপি জানিয়েছে, টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরেই মার্কিন জনগণকে টিকা দেয়া শুরু হবে। প্রথম ধাপে ফাইজার ও বায়োএনটেক ৬৪ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে।
আমেরিকায় এই ভ্যাকসিন প্রথম চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। একই সাথে স্বাস্থ্যগত উচ্চ ঝুঁকি রয়েছেন এমন ব্যক্তিরাও এই ভ্যাকসিন পাবেন। এরপর পাবেন এসেনশিয়াল ওয়ার্কাররা। ক্রমান্বয়ে দেয়া হবে আমেরিকান জনগণকে। এ ভ্যাকসিন হবে সকল আমেরিকানদের জন্য ফ্রি। ভ্যাকসিন ব্যবহারের সবুজ সংকেত দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১০ ডিসেম্বর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) বৈঠকে বসতে যাচ্ছে। করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গঠিত বিশেষ উদ্যোগ ‘অপারেশন ওয়ার্প স্পিড’ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনসেফ স্লাউই বলেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ইনকরপোরেশন ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন হয়ে যাবে বলে আশা করা যায়। এই অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই অঙ্গরাজ্যগুলো থেকে পাঠানো তালিকা অনুযায়ী বিভিন্ন জায়গায় ভ্যাকসিনটি পাঠানো হবে।
এদিকে ট্রাম্পের ঘোষণার পর নিউইয়র্ক প্রথম দফায় ভ্যাকসিন পাবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে গর্ভনর অ্যান্ড্রু কুমো আশ্বস্ত করে বলেছেন, প্রথম দিন থেকেই নিউইয়র্কবাসী ভ্যাকসিন পেতে শুরু করবেন। এখানে কারোর রাজনীতি করার কোন সুযোগ নেই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন