মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে চরম বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। গায়কের এমন মন্তব্যে বেজায় ক্ষিপ্ত হয়ে অসীম সারোডে নামে পুনের জনৈক আইনজীবী আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এবার পুনেরই এক সমাজকর্মী অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন।
একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের শিরোনামে এসেছেন অভিজিৎ।
শাহরুখ খান, সালমান খান থেকে রণবীর কাপুর, বলিউডের প্রথম সারির অভিনেতাদেরও রেহাই দেননি তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেন, ‘সুরকার আরডি বর্মণ মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মণ ছিলেন সংগীত জগতের জনক।’ এর পরই অভিজিৎ বেফাঁস মন্তব্যটি করে বসেন।
গায়ক বলেন, ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।
’
অভিজিতের এই মন্তব্য বেশ সাড়া ফেলে দেয়। পুনের এক সমাজকর্মী এই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে এফআইআরের দাবি তুলেছেন। মণীশ দেশপাণ্ডে নামে সেই সমাজকর্মী তাঁর অভিযোগে জানান, ‘গায়ক মহাত্মা গান্ধীকে অপমান করেছেন তার মন্তব্যের মাধ্যমে। এই ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল। আপনারা এই মন্তব্য নিয়ে কী বলবেন?’
মণীশ দেশপাণ্ডে এই মর্মে ডেকান-জিমখানা থানায় অভিযোগ জানান।
সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন তার আইনজীবী। যদিও এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে এখনো অভিযোগ এসে পৌঁছায়নি।
বিগত কয়েক বছর ধরেই বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন অভিজিৎ। কখনো শাহরুখকে ‘অকৃতজ্ঞ’ বলছেন, তো কখনো সালমানকে ‘বলিউডের অযোগ্য নায়ক’ বলছেন। নাম না করে রণবীর কাপুরের রামমন্দির উদ্বোধনে যাওয়া নিয়েও বিতর্কিত মন্তব্য করেন গায়ক। যদিও সে সময়ে কোনো রকম আইনি বিপাকে পড়েননি তিনি, তবে এবার মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে বেশ রোষানলে পড়েছেন এ গায়ক।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন