চ্যাম্পিয়ন্স লিগ: পাকিস্তানে অধিনায়কদের অনুষ্ঠান বাতিল

আইসিসির যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের নিয়ে অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করে স্বাগতিক দেশ। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও সেই অনুষ্ঠান করার কথা ছিল পাকিস্তানের লাহোরে।

কিন্তু আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কদের নিয়ে যে ‘ক্যাপ্টেন মিট’ অনুষ্ঠান বা অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করা হতো, তা এবার হচ্ছে না।

 

১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে; কিন্তু এবারও নানা জটিলতার মুখোমুখি তারা। অন্যতম অংশগ্রহণকারী দেশ ভারত খেলবে না পাকিস্তান গিয়ে। হাইব্রিড মডেলে ভারতীয় দল আরব আমিরাতে খেলবে। এমনকি তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও দুবাইতে খেলার কথা ভারতীয় দলের।

তবে, ভারতীয় দল পাকিস্তান না গেলেও ‘ক্যাপ্টেন্স মিট’ ও অফিসিয়াল ফটোশ্যুটের জন্য লাহোর যাওয়ার কথা ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। এখন যখন অধিনায়কদের এই অনুষ্ঠান বাতিল করা হলো, তখন আর রোহিত শর্মার পাকিস্তান যাওয়ার প্রয়োজন হচ্ছে না।

 

সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিলো, ইংল্যান্ডে। তখনও আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। যদিও ক্যাপ্টেন্স মিট ও অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন ছিল সেবার।

এবারও পাকিস্তানে সেভাবে আনুষ্ঠানিক কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে একটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। যেটা আয়োজক আইসিসির কোনো অনুষ্ঠান নয়। পিসিবি টুর্নামেন্ট শুরুর স্মৃতি হিসেবে লাহোরে ১৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান আয়োজন করবে।

পিসিবির এক কর্মকর্তা ক্রিনইনফোকে বলছেন, আইসিসির অনুষ্ঠান না হলেও আমরা আশা করছি এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে সমর্থন করবে আইসিসি এবং ক্রিকেট সংস্থাটির কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

আইসিসির ক্যাপ্টেন্স ইভেন্ট আয়োজন না হওয়ার মূল কারণ, সব অধিনায়ককে একসঙ্গে না পাওয়া। রোহিত শর্মার লাহোরে যাওয়ার কথা থাকলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে তিনি যাবেন না।

 

এ ছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ককেও সময়মতো পাচ্ছে না পিসিবি। ক্রিকবাজসহ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো তাদের সূত্রের বরাতে খবর দিয়েছে, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করেছে। সে সূচি অনুযায়ী ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন