ওয়ানডেতে তবু একটি ম্যাচ জিতেছিল। টি-টোয়েন্টি সিরিজে সেটিও হলো না। টানা তিন ম্যাচেই পরাজয় সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। আজ (শনিবার) ভোরে সফরের সর্বশেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল।
ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানেই থেমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুঁজি বড় হয়নি। ওপেনার ডালিয়া আক্তার ১৬ বলে করেন ২১ রান। আরেক ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৩।
এরপর বলতে গেলে একাই লড়াই করেছেন নিগার সুলতানা। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেলে যান তিনি। ইনিংসের শেষ বলে ৪৩ বলে ৩৩ করে আউট হন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের জেনিলিয়া গ্লাসগো ১৫ রানে নেন ৩টি উইকেট।
১০৫ রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে। বাংলাদেশের বোলাররা অবশ্য লড়াই করেছেন। একটা সময় ৬১ রানে ক্যারিবীয়দের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশাও জাগিয়েছিলেন তারা।
তবে লক্ষ্য ছোট থাকায় ষষ্ঠ উইকেটে দেখেশুনে খেলে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)।
বাংলাদেশের সুলতানা খাতুন আর ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন