সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিণী গুলশান আরা সেলিম আর নেই {ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন}।
রোববার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাজী সেলিমের পারিবারিক সুত্রে জানা যায়। গুলশান আরা সেলিমের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার এবং মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদেও অধিষ্ঠিত ছিলেন ।
হাজী মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল জিবিনিউজকে বলেন, গুলশান আরা সেলিম দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, লিভার ও উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন।
২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এবছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি।
গুলশান আরা সেলিমের অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ আসর পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন