মৌলভীবাজারের কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

 

 

সৈনিক শহীদ মিয়ার সহধর্মিণী ও জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিওর ওয়ারেন্ট অফিসার (অসিইউ) আতিকুর রহমান ও তার নেতৃত্বে একটি টিম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোজাম্মিল হক অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মো. সরওয়ার আলম বেলাল, ইউসিবি ব্যাংক বড়লেখা শাখার ম্যানেজার আবুল ফাত্তাহ পলাশ, ইউছুফ-তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিম, হিঙ্গাজিয়া মাদ্রাসার প্রভাষক আব্দুল মনাফ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফকর উদ্দিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুর রহিম পাখি, মরহুম শহীদ সৈনিক পরিবারের সদস্য আশরাফুল আলম আবুল, সাংবাদিক জসিম চৌধুরী, ইউপি সদস্য আপ্তাব মিয়া প্রমুখ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে সিলেট বিভাগের ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান পুরস্কার হিসেবে থাকছে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি, রানার্স আপ পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা। এ ছাড়াও রয়েছে আরও আকর্ষণীয় পুরস্কার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন