মোহাম্মদ সেলিম আরব আমিরাত প্রতিনিধি//
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে উৎসাহিত করতে আরব আমিরাত ফরিদপুর সমিতি আয়োজন করেছে বাৎসরিক মিলন মেলা। শুক্রবার (৩১ জানুয়ারি) আজমান হেলু পার্ম হাউজে আয়োজিত অনুষ্ঠানটি ছিল জাকজমকপূর্ণ। আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত লোকদের সমাগমে পরিণত হয় মিলন মেলায়। অনুষ্ঠানে ছিল ছোটবাচ্চা ও বড়দের বাংলা সংস্কৃতি ঐতিহ্যের নানারকম খেলাধুলা। খেলাধুলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, প্রকৌশলী মহিউদ্দীন ইকবাল, জাহাঙ্গীর আলম রুপু, আমিরুল ইসলাম এনাম, শাফায়েত সিকদার, বরিশাল সমিতির সাবেক সাধারণ সম্পাদক রোমান আফতাব, রেডিমেড গার্মেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি মোশারফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি হাসান জাকির,সহ-সভাপতি কবির মুন্সি,তৌহিদুর রহমান, আয়নাল মন্ডল, আবুল বাশার, যুগ্নু সম্পাদক বারেকুজ্জামান, ফখরুল আলম, সমিতির সংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক মিজান শাহেদ, ব্যাংকার শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল রানা লিটন, যুগ্ন সম্পাদক সাংবাদিক মামুনুর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন সহ অনেকে। আলোচনা শেষে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল দর্শকদের মন মাতানো। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা সবাইকে দিয়েছিল দেশীয় বিনোদনের বাড়তি উন্মাদনা। শিল্পীদের সঙ্গে নেচে গেয়ে দর্শকরাও মাতিয়ে রেখেছিলেন হলভর্তি সবাইকে।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন