বিপিএলে ভরাডুবি, যা বললেন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব

অনেক স্বপ্ন নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনেছিলেন। কিন্তু স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে এসেছে তার এবং তার দলের জন্য। ঢাকা ক্যাপিটালস হতাশ করেছে ভক্তদের। ১২ ম্যাচে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে তারা। তবে দলের পারফরম্যান্সে হতাশ নন এর মালিক ঢালিউড খান শাকিব।

বরং তিনি দিয়েছেন নতুন করে স্বপ্ন দেখার বার্তা। ভবিষ্যতে ঢাকার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত হয়ে ফিরে আসবে বলে জানান তিনি।

 

ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ থেকে শুরু করে শেষ ম্যাচেও শাকিব ছিলেন মাঠে। তবে দুটি ম্যাচেই তার দলকে পরাজিত হতে দেখেছেন তিনি। গতকাল খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএল ২০২৫ আসরের পর্দা নামিয়েছে ঢাকা ক্যাপিটালস। প্রথম দিন পরাজয়ের পর স্টেডিয়াম ছাড়লেও শেষ ম্যাচে শাকিব পুরোপুরি মাঠে ছিলেন এবং পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন।

ম্যাচ শেষে তিনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিপিএল নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

 

ফেসবুকে শাকিব লেখেন, ‘এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের অংশগ্রহণ আমাদের জন্য ছিল একটি নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। ক্রিকেটে প্রথমবার অংশ নিয়ে আমরা ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এটি আমাদের প্রথম অভিযান, তাই অনেক কিছু নতুন ছিল। যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁরা হয়তো জানেন, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। ভবিষ্যতে আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটালস দেখতে পাবেন- এটাই আমাদের প্রতিশ্রুতি।’

 

শাকিব আরও যোগ করেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পনসরদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আমাদের শক্তি। আসুন, আমরা সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটি বাস্তবে রূপ দিতে চেষ্টা করি।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন