ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। গতকাল শনিবার মুম্বাইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করে বিসিসিআই।
উক্ত অনুষ্ঠানে পুরুষ ক্যাটাগরিতে ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। মেয়ে ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। ২০২৩-২০২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার পুরস্কারও পেয়েছেন তিনি।
৩১তম ক্রিকেটার হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন টেন্ডুলকার। ১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে পুরস্কারটি দিয়ে আসছে বিসিসিআই।
১৯৮৯ সালে ভারতীয় দলে অভিষেক হয় টেন্ডুলকারের। জীবনের প্রথম ম্যাচটি তিনি খেলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা কিংবদন্তি এই ব্যাটার অবসর নেন ২০১৩ সালে।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ম্যান ইন ব্লুজদের হয়ে ২০০ টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার। এই দুই ফরম্যাটে তার বেশি ম্যাচ খেলার রেকর্ড নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দুটি সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও টেন্ডুলকারের।
ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান আর টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন টেন্ডুলকার। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করার কীর্তিও ভারতীয় কিংবদন্তির নামের পাশেই লেখা।
গত মাসে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বুমরাহ। পুরস্কারের জন্য বিসিসিআইয়ের বিবেচনায় রাখা সময়েও দারুণ পারফর্ম করেন এই পেসার। এর মধ্যে গেল বছরের জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (৮ ম্যাচে ১৫ উইকেট) জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন বুমরাহ।
এর আগে বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছিল ভারত। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন এই ডানহাতি পেসার।
বিসিসিআইয়ের বিশেষ একটি পুরস্কার জিতেছেন রবীচন্দ্রন অশ্বিন। গেল ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ম্যান ইন ব্লুজদের এ স্পিনার শিকার করেছেন ৫৩৭ উইকেট।
সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার জিতেছেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি হাঁকিয়ে এই পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটার। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আশা সুবহানা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন