ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে ভিডিও প্রচার, যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ভিডিও দুটি ফারজানা সিঁথির নাচের দৃশ্যের। প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ৫ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৭ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে নাচের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিও দুইটিতে ফারজানা সিঁথি নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

ফারজানা সিঁথি

ফারজানা সিঁথি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ।

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকমাস আগে ভাইরালও হয়েছিলেন তিনি। পরে অবশ্য আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।

 

অনুসন্ধানে জানা যায়, ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিও দুটিতে ফারজানা সিঁথি নয়, ছিলেন ভারতীয় দুই নৃত্যশিল্পী ও অভিনেত্রী। উর্ভশী অপ্সরা ও স্বেকশা সিং নামের উক্ত দুই মডেলের ভিডিওকে প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ফারজানা সিঁথির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে।

 


 

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে উর্ভশী অপ্সরা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (ইউজারনেম: urvashi_apsaraa) গত ১ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ব্যক্তির ড্রেস, ব্যাকগ্রাউন্ড এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।


 

ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, নৃত্যরত ব্যক্তি ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী উর্ভশী অপ্সরা। উর্ভশী একই পোশাকে পরবর্তী সময়ে তার অ্যাকাউন্টে কিছু ছবিও পোস্ট করেছেন।

অর্থাৎ, উর্ভশীর নাচের ভিডিওকে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ফারজানা সিঁথির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে।

 


 

ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘swekshaasinghh27’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৮ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে থাকা ব্যক্তির ড্রেস, ব্যাকগ্রাউন্ড এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।


 

ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, নৃত্যরত ব্যক্তি ভারতীয় নৃত্যশিল্পী স্বেকশা সিং। তিনি একই পোশাকে তার অ্যাকাউন্টে আরো কিছু নাচের ভিডিও পোস্ট করেছেন।

অর্থাৎ, স্বেকশার নাচের ভিডিওকে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ফারজানা সিঁথির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে। সুতরাং, ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন