আনসার আহমেদ উল্লাহ//
বর্ণবাদ বিরোধী সংগঠন ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ গত ১ ফেব্রুয়ারি বর্ণবাদী টমি রবিনসনের সমর্থনকারী উগ্র-ডানপন্থী মিছিলের বিরুদ্ধে লন্ডনে একটি বড় পাল্টা বিক্ষোভের নেতৃত্ব দেয়। এই দিনটিতে বিরোধী গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যার ফলে রাজধানী জুড়ে একাধিক গ্রেপ্তার হয়।
উগ্র-ডানপন্থী বন্ধ করার জাতীয় বিক্ষোভে বিভিন্ন ইউনিয়ন এবং বর্ণবাদ বিরোধী সংগঠনগুলিকে একত্রিত করে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন টাওয়ার হ্যামলেটসের ইউনাইটেড অ্যাগেইনস্ট রেসিজমের সদস্যরা, যার মধ্যে ছিলেন ১৯৭০-এর দশকের বিশিষ্ট বর্ণবাদ বিরোধী সংগঠক রাজনউদ্দিন জালাল, শফিক আহমেদ, প্রাক্তন কাউন্সিলর শহীদ আলী, হাফিজ জিলু খান এবং সমাজ কর্মীকর্মী সৈয়দ গুলাব আলী।
বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীরা বর্ণবাদ, ইসলামোফোবিয়া এবং ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যের ব্যানারে মিছিল করে। আয়োজকরা উগ্র-ডানপন্থী গোষ্ঠীগুলিকে বিভাজন তৈরি করতে না দেওয়ার বার্তার উপর জোর দেন ।
এদিকে, "ইউনাইট দ্য কিংডম" ব্যানারে রবিনসন সমর্থকরা সেন্ট জেমস স্ট্রিট থেকে পিকাডিলি সার্কাস এবং হেমার্কেট হয়ে হোয়াইটহল পর্যন্ত মিছিল করে।
পুলিশ দিনভর ছয়জনকে গ্রেপ্তার করে। পিকাডিলিতে বর্ণবাদ বিরোধী মিছিল থেকে একজন, ওয়াটারলুর কাছে একজন অফিসারের উপর হামলার পর একজন এবং হোয়াইটহলে তিনজনকে গ্রেপ্তার করা হয় যখন রবিনসন সমর্থকরা পুলিশ লাইন ভেঙে পাল্টা-বিক্ষোভ এলাকায় প্রবেশ করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন