কোম্পানীগঞ্জ প্রতিনিধি //
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার সুষ্ঠ তদন্ত ও নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের থানা বাজার পয়েন্টে এই মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় মোহাম্মদ আলী জিন্নাহ একজন জলমহাল ব্যবসায়ী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান। গত ২৬ জানুয়ারি সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। এই মামলায় তার নূন্যতম কোন সম্পৃক্ততা নাই। তিনি সিলেটে স্বপরিবারে বসবাস করছেন। কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য দেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, শামীম আজাদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, আজির উদ্দিন, শ্রমিক নেতা জাকির হোসাইন প্রমুখ।
পরে কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য: শাহ আরফিন টিলায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জনের নামে মামলা দায়ের করেছে। মামলায় ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধান আসামি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন