নোলানের ‘দ্য ওডিসি’তে নাম জুড়ল আরো ৪ তারকার

সর্বশেষ ‘ওপেনহাইমার’ দিয়ে গোটা দুনিয়া মাতিয়েছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার নতুন প্রকল্পে হাত দিলেন তিনি। ক্রিস্টোফার নোলানের আসন্ন সিনেমা হোমারের ধ্রুপদি মহাকাব্য ‘দ্য ওডিসি’। আর নোলানের আসন্ন সিনেমায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, অ্যান হ্যাথওয়ে, জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, জন বার্নথাল ও বেনি স্যাফোদির মতো তাবর তাবর অভিনেতা।

এবার সে তালিকায় নতুন করে যুক্ত হলো আরো চার বড় নাম। তারা হলেন ইলিয়ট পেজ, হিমেশ প্যাটেল, বিল আরউইন ও সামান্থা মর্টন।

 


 

ইলিয়ট পেজ এর আগেও নোলানের সঙ্গে কাজ করেছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া ইনসেপশন চলচ্চিত্রে স্থাপত্য বিভাগের ছাত্র আরিয়াডনের ভূমিকায় ছিলেন তিনি।

প্যাটেলও নোলানের সিনেমার জন্য পুরনো অভিনেতা। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘টেনেট’ সিনেমায় ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এদিকে বিল আরউইন ছিলেন ইন্টারস্টেলার ছবিতে রোবটের কণ্ঠস্বরে।

 

হলিউড রিপোর্টারস-এর প্রতিবেদন অনুসারে, দ্য ওডিসি নির্মাণ হবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওজের ব্যানারে।

স্টুডিওজের পক্ষ থেকে প্রকল্পটিকে ‘মিথিক্যাল অ্যাকশন মহাকাব্য’ হিসেবে অভিহিত করা হয়েছে। চলচ্চিত্র নির্মাণের জন্য নতুন আইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে চিত্রায়িত হবে। চলচ্চিত্রটি প্রথমবারের মতো হোমারের মূল মহাকাব্যকে আইম্যাক্সের পর্দায় নিয়ে আসছে। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

 


 

ইলিয়ট পেজ ২০০৭ সালে জুনো চলচ্চিত্রের জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

অবশ্য নেটফ্লিক্সের ‘দ্য আমব্রেলা একাডেমি’ সিরিজে তার ভূমিকার জন্যই তিনি বেশি পরিচিত। সম্প্রতি তিনি অভিনয় ও প্রযোজনা করেছেন ‘ক্লোজ টু ইউ’ চলচ্চিত্র, যা গত নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। অন্যদিকে প্যাটেল ২০১৮ সালে ‘ইয়েস্টারডে’ চলচ্চিত্রে তার অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করেন। এইচবিওর ‘স্টেশন ইলেভেন’ সিরিজে তার কাজের জন্য পান এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন। সম্প্রতি তিনি এইচবিওর ‘দ্য ফ্র্যাঞ্চাইজি’ সিরিজে অভিনয় করেছেন।

 


 

ইন্টারস্টেলার চলচ্চিত্রে রোবটের কণ্ঠ দেয়ার পাশাপাশি ইরউইন সেটে রোবটের অপারেটর হিসেবেও কাজ করেছিলেন। সেখানে মানবজাতির বিলুপ্তির প্রান্তে থাকা একটি গল্পে হাস্যরস যুক্ত করেছেন তিনি সফলভাবে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘রাস্টিন’ ও ‘থার্ড রক ফ্রম দ্য সান’, ‘সিসিমি স্ট্রিট’, ‘সিএসআই’ ও ‘দ্য ড্রপআউট’সহ বিভিন্ন টিভি শো। মর্টন দুইবারের অস্কার মনোনীত অভিনেত্রী। তিনি ‘দ্য সার্পেন্ট কুইন’ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। সামনে আসছে তার নতুন সিনেমা ‘দ্য এন্টারটেইনমেন্ট সিস্টেম ইজ ডাউন’।

জানা যাচ্ছে, শিগগিরই ওডিসির  শুটিং শুরু হতে পারে। মুক্তি পাবে ২০২৬ সালের জুলাই মাসে। সিনেমাটির প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ধারণ করা হবে মহাকাব্যিক সিনেমাটির দৃশ্য। শুটিংয়ে ব্যবহৃত হবে আইম্যাক্স প্রযুক্তির আধুনিকতম সংস্করণ। এর মাধ্যমে প্রথমবার হোমারের মহাকাব্যটি আইম্যাক্স পর্দায় উঠে আসবে। গল্পের প্লট যেহেতু খ্রিস্টপূর্ব অষ্টম অব্দের। ফলে সে সময়কার আবহ ফুটিয়ে তুলতে ব্যাপক আয়োজন করতে হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন