বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। নতুন বছরে ওটিটিতে আসছে বেশ ধামাকার কিছু সিনেমা-সিরিজ।
যার মধ্যে ফেব্রুয়ারিতে দর্শকদের জন্য আসছে কিছু ধামাকাদার কন্টেন্ট। চলুন জেনে নেওয়া যাক কবে কোথায় দেখবেন এসব সিনেমা-সিরিজ।
বেবি জন
বরুণ ধাওয়ান, ভামিকা এবং কীর্তি সুরেশ অভিনীত একশন ড্রামা, দেখা যেতে চলেছে এই মাসে। ফেব্রুয়ারির অন্তিম দিনে অর্থাৎ ২৮ তারিখ এই ছবি স্ট্রিম করতে চলেছে।
দেখা যাবে প্রাইম ভিডিওতে।
ওপস! অব কেয়া হোগা?
শ্বেতা বসু প্রসাদ অভিনীত এই সিরিজ রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই। এটা একটা কমেডি ড্রামা সিরিজ। বেশ মজাদার কন্টেন্ট দেখতে যারা পছন্দ করেন, তাদের কাছে এটা ভাল লাগতে পারে।
দেখা যাবে ডিজনি হটস্টারে ২০ ফেব্রুয়ারি থেকে।
দ্যা গ্রেট রাইভালরি ( ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান )
যারা ক্রিকেটার অনুরাগী, যারা ক্রিকেট দেখতে ভালবাসেন, তাদের কাছে এই ডকু সিরিজ দারুণ হবে। অন্তত, পুরোনো সেই দিনের একটা আমেজ তাঁরা ফিরে পাবেন। ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার বনাম পাকিস্তান বোলিং অর্ডার, এই ডকু ফিকশনে সুনীল গাভাস্কার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সেহবাগ, শোয়েব আক্তারকে দেখা যাবে। রিলিজ করবে ৭ই ফেব্রুয়ারি নেটফ্লিক্সে।
দ্যা হোয়াইট লোটাস (সিজন ৩)
এর আগে দুটি সিজনে সাফল্য পাওয়ার পর ফের একবার দ্যা হোয়াইট লোটাস ফিরেভ থাইল্যান্ডের প্রেক্ষাপটে। এবং এই সিরিজে আবারও হোটেলের কর্মচারী থেকে বাকিদের জীবনের সঙ্গে নানা কিছু ঘটাবে। দেখা যাবে জিও সিনেমায়, ১৭ ফেব্রুয়ারি থেকে।
মার্কো
উন্নি মুকুন্দোন অভিনীত এই সিনেমা অন্যতম চর্চিত সিনেমা। গতবছর ২০ ডিসেম্বর থিয়েটারে রিলিজ করে বেশ আলোচনায় আসে এই ছবি। এবং জানা গিয়েছে এই ছবি রিলিজ করছে ১৪ই ফেব্রুয়ারি সনি লাইভে।
ব্রোকেন রেজ
প্রখ্যাত জাপানি নির্মাতা তাকেশি কিতানো। নতুন সিনেমাটির প্রধান চরিত্রে তাকেশি নিজেও অভিনয় করেছেন। এ ছাড়া এতে আছেন গোল্ডেন গ্লোবজয়ী ‘শোগুন’ অভিনেতা তাডানোবু আসানো। নির্মাতা এটিকে নিরীক্ষাধর্মী সিনেমা বলে অবিহিত করেছেন। তার ভাষ্যে, এটি এমন সিনেমা, যেখানে হাস্যরস আছে, সহিংসতাও আছে। ১৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
ধুম ধাম
ফুলশয্যার রাত। হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত ব্যক্তি। কয়েক সেকেন্ডের অপেক্ষা। একের পর এক ব্যক্তি ঢুকে পড়ে ফুলশয্যার ঘরে। স্ত্রী বন্দুক হাতে আততায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্বামীকে বাঁচানোর জন্য। স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক স্বামী। এরপর কী হয়, তা নিয়েই এ রোমান্টিক কমেডির গল্প। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নেটফ্লিক্সে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। প্রধান দুই চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধীকে। সিনেমাটি বানিয়েছেন ঋষভ শেঠ।
দ্য জর্জ
এক রহস্যময় মিশনে নিয়োগ দেওয়া হয় দুই দক্ষ আততায়ীকে। তবে মিশনে নেমে দুই আততায়ীও ধন্দে পড়ে যান যে আসলে কী হচ্ছে! এমন গল্প নিয়ে স্কট ডেরিকসনের এই সায়েন্স ফিকশন-হরর সিনেমা। ১৪ ফেব্রুয়ারি অ্যাপল টিভিতে মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে মাইলস টেলার ও আনিয়া টেলর-জয়কে।
গেম চেঞ্জার
রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ প্রেক্ষাগৃহে বেশ ভাল সফলতা পেয়েছে। এস শঙ্করের পরিচালনায় রাম চরণের সিনেমাটি এবার ওটিটিতে আসছে দর্শক মাতাতে। রাম চরণ ছাড়াও এতে দেখা গেছে কিয়ারা আদভানি, জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র ও শ্রীকান্তকে। ১৪ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে গেম চেঞ্জার।
পুষ্পা ২
সিনেমাহলে ব্যাপক সাফল্যের পর এবার ওটিটিতেও চালকের আসনে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। যদিও সিনেমাটি ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে, তবে ফ্রেবুয়ারির ওটিটিতে এটিই সবচেয়ে বড় আকর্ষন দর্শকেদের জন্য। সিনেমাহলে ১৮০০ কোটির বেশি আয় করে ওটিটিতেও শীর্ষস্থান ধরে রেখেছে পুষ্পা। সেই সঙ্গ এক্সট্রা ২০ মিনিট যোগ করেই মুক্তি দেওয়া হয়েছে ওটিটিতে যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন