লেওয়ানডস্কির গোলে জয়, রিয়ালের আরও কাছে বার্সা

স্প্যানিশ লা লিগায় আলাভেজকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেছেন বরার্ট লেওয়ানডস্কি। এতে পয়েন্ট বিবেচনায় টেবিলটপার রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও কমিয়ে এনেছে তৃতীয় স্থানে থাকা বার্সা। বর্তমান লা লিগার দুই সফলতম ক্লাবের পয়েন্টের ব্যবধান মাত্র ৪।

২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৪৫। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। আলাভেজের অবস্থান আগের মতোই, ১৮তম।

 

গতকাল রোববার ঘরের মাঠে লামিন ইয়ামালের পায়ের জাদুতে দুর্দান্ত শুরু করে বার্সা। আলাভেজের রক্ষণের জাল ছিন্ন করে শুরুতেই ডি-বক্সের দিকে ছুটে যান স্প্যানিশ তারকা। এরপর পাস দেন রাফিনহাকে। কিন্তু ব্রাজিলিয়ান তারকার শট চলে যায় গোলবারের বাইরে দিয়ে।

ম্যাচের মাঝখানে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। হেড দিতে গিয়ে বার্সার গাভি ও আলাভেজের টমাস কোনেকনির সঙ্গে মাথায়-মাথায় সংঘর্ষ হলে দুজনই মাঠে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদেরকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর মাঠ ছাড়েন দুজনই।

 

ম্যাচের বয়স যখন আধঘণ্টা, তখন গোলের আরও একটি সুযোগ তৈরি করে বার্সা। রাফিনহার ক্রস ক্লিয়ার করার চেষ্টা করছিলেন আলাভেজের মানু সানচেজ। কিন্তু তার এই চেষ্টা থামে লেওয়ানডস্কির পায়ে গিয়ে। সেখান থেকে পাল্টা শট নেন পোল্যান্ড তারকা। কিন্তু এবারও আলাভেজের গোলবারের বাইরে দিয়ে বল চলে যায়।

অবশেষে ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামের দর্শকরা। কর্নার থেকে আসা বল ৬ গজের বক্সের ভেতর পেয়ে গোল করতে ভুল করেননি লেওয়ানডস্কি। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট পায় বার্সা।

ইয়ামালকে ব্যবধান দ্বিগুণ করতে দেননি আলাভেজের গোলরক্ষক হেসুস ওনা। স্প্যানিশ তরুণের শট ঝাপিয়ে পড়ে রুখে দেন তিনি। ফলে লড়াইয়ে টিকে থাকে আলাভেজ।

 

৮৭ মিনিটে গোলের একটি সুযোগ তৈরি করেও আলাভেজ। কিন্তু সান্টিয়াগো মরিনোর শট চলে যায় বার্সার গোলবারের বাইরে দিয়ে। শেষ বাঁশির আগে সফরকারীদের আর সমতায় ফেরা হয়নি। গেল ডিসেম্বরে এডওয়ার্ডো কোডেটের দায়িত্ব নেওয়ার দুটি লিগ ম্যাচে হারলো আলাভেজ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন