৩-১ ব্যবধানে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ভারত। ওয়াংখেড়েতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কিন্তু অভিষেক শর্মা যেন কোনো নিয়মই মানতে চাইলেন না। বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে দিলেন ভারতীয় ব্যাটার।
৩৭ বলে সেঞ্চুরি হাঁকানো অভিষেক শেষ পর্যন্ত করলেন ৫৪ বলে ১৩৫ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটি। এতে ভারতের রানের ভাণ্ডারে জমা পড়ে ৯ উইকেটে ২৪৭। স্বাগতিকদের রানের চাপায় পিষ্ট হয়ে ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। এতে ইংলিশরা হেরেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে।
রানের হিসেবে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় হার ইংল্যান্ডের। এর আগে রেকর্ডটিও ভারতের বিপক্ষেই; ২০১২ সালে কলম্বোয় ৯০ রানে।
রোববার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। জস বাটলারের এই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল তা কিছুক্ষণ পরই বুঝিয়ে দেন অভিষেক শর্মা। মাত্র ১৭ বলেই ফিফটি করেন ভারতীয় ওপেনার। তারপরের পঞ্চাশ করতে অবশ্য লেগেছে ২০ বল।
তবে বড় ইনিংস খেলার অভ্যাসটা ধরেই রেখেছেন অভিষেক। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রানে আউট হন তিনি। বিধ্বংসী ইনিংসে ৭টি চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকান এই বাঁহাতি।
এছাড়া তিলক ভার্মা ১৫ বলে ২৪, শিভাম দুবে ১৩ বলে করেন ৩০ রান। ইংল্যান্ডের ব্রাইডন কার্সে ৩টি আর মার্ক উড নেন ২টি উইকেট।
২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে লড়াইটা করেন শুধু ওপেনার ফিল সল্ট। ২৩ বলে ৫৫ রান করেন তিনি। ৭ বলে ১০ রান করেন জ্যাকব বেথেল। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।
ভারতের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও শিবম দুবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন