সৌদি প্রিন্সের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের সাক্ষাৎ

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবে পৌঁছেছেন। এই সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো বিদেশ সফরে গেলেন তিনি। খবর আল জাজিরার।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিরিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। এরপরেই সৌদির ডি ফ্যাক্টো নেতা প্রিন্স সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন আল-শারা।

 

রিয়াদে সৌদি প্রিন্স এবং আল-শারার মধ্যকার বৈঠকের সময় সেখানে ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। বৈঠকের পর আল-শারা বলেন, এমবিএসের সঙ্গে বৈঠকে তিনি বুঝতে পেরেছেন যে, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সত্যিকার অর্থেই ইচ্ছা পোষণ করছে। রিয়াদে তাদের বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আল-জাজিরার ওসামা বিন জাভেদ বলেছেন, আল-শারা রিয়াদকে তার প্রথম গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন নতুন সিরিয়া গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সৌদি।

 

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। সে সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন আসাদ। ওই অভিযানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিয়েছেন আল-শারা। তারপর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে সিরিয়ার  নতুন প্রশাসন।

 

 

গত মাসে আল আরাবিয়া টিভিকে আল-শারা বলেছেন যে, সৌদি আরব অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখবে। সব প্রতিবেশী দেশের জন্য এটি একটি বড় বিনিয়োগের সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন