আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালির হাটে ফেনীর শহীদ ইশতিয়াকের কবর জিয়ারতের পর তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪-এর শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে— এসব বন্ধ করুন।
শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।
কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা, মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন