সেনাপ্রধান আজিজ আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি এই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডির বিষয় ছিল অর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ: ইস্যু ইন ট্রান্সন্যাশনাল থ্রেট।

আইএসপিআর জানায়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রবিবার (২৯ নভেম্বর) এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।

 

সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর । অপর প্যানেল সদস্যরা হলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন