বদলের রঙে মানুষ ----
হুসনা খান হাসি ::
মানুষ বদলায় আবহাওয়ার মতো,
মেঘলা আকাশে সূর্যের কথা।
একবার উজ্জ্বল, একবার ম্লান,
মনের মঞ্চে অভিনয় চলমান।
মানুষ বদলায় রঙের মতো,
পলকের মধ্যে লাল থেকে নীল।
মুগ্ধতা মেখে কখনো সাদা,
কখনো কালো, অন্ধকারে ঢাকিল।
বিশ্বাস বদলায়, প্রতিজ্ঞা ভেঙে,
স্বপ্নগুলো থাকে ঝড়ের কাঁপনে।
প্রেমও বদলায়, সময়ের ছোঁয়ায়,
হৃদয় যেন এক অদৃশ্য খেলার মাঠ।
তবু মানুষ ভালোবাসে,
এই বদলের গল্পগুলো শুনে।
কারণ বদলেই জন্ম নেয় বেঁচে থাকা,
নতুন ভোরের আলো, নতুন আকাঙ্ক্ষা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন