কারাবন্দি ফারুক খানের ফেসবুক থেকে পোস্ট, যা বলছে কারা অধিদপ্তর

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর তার প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তোলা হয়েছে, কারাগার থেকে তিনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন?

কারাগারে আটক থাকা অবস্থায় ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি পরিষ্কার করেছে কারা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। তবে বিষয়টি অনুসন্ধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আনুরোধ করা হয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এসব তথ্য জানান।

তিনি জানান, ৩ ফেব্রুয়ারি Faruk Khan নামক জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

 

কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে, ‘কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়।’

ফারুক খান বর্তমানে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বলেও জানান কারা অধিদপ্তরের এই কর্মকর্তা।

জান্নাত-উল-ফরহাদ বলেন, কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই বিধায় ওই আইডিটি সাবেক মন্ত্রী ফারুক খান কর্তৃক কারাগার থেকে পরিচালনা করা সম্ভব নয়।

 

তবে অন্য কেউ বা তার আত্মীয়স্বজন কর্তৃক Faruk Khan নামের আইডিটি পরিচালনা করছে কি না- তা কারা দপ্তর অবগত নয়।

 

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ আরও বলেন, বিষয়টি অনুসন্ধানের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন