বিয়ানীবাজারে আগুনে পুড়ে ছাই বসতঘর

বিয়ানীবাজার প্রতিনিধি /./

দরিদ্র পরিবারের মো: আলমঙ্গীর হোসেন। অটোরিক্সা চালিয়ে পরিবারে পাঁচ সদস্যের জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে আগুনের তাণ্ডবে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি। এখন সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব পরিবারটি।

 

 

 

 


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামে। সরেজমিনে দেখা গেছে- আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও আসবাবপত্রের বীভৎস দৃশ্য। এসময় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

 

 

 


স্থানীয়রা জানায়, জীবন সংগ্রামে স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে দুর্বিষহ জীবনযাপন আলমগীর হোসেনের। এমন টানাপোড়েনের একপর্যায়ে মঙ্গলবার দুপরদুপুর প্রায় ১২টার দিকে হঠাৎ তার বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে আলমগীর হোসেনের দু’টি ঘর ভস্মীভূত হয়।

 

 

 

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত  আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। এতে দুইটি ঘরে রাখা ধান-চাল ও আসবাবপত্র পুড়ে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি।

 

 

 

বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন