সিলেটে শেষ হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন।
আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে নতুন ভোটারের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়াসহ নিবন্ধন সম্পন্ন করার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। গতকাল ৩ ফেব্রুয়ারির মধ্যে যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি, তারা নিজ নিজ এলাকায় ইসির সংশ্লিষ্ট রেজিস্ট্রেশনকেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন।
সিলেটের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার জানান, আগামীকাল থেকে শুরু হচ্ছে নিবন্ধন কার্যক্রম। সিলেটের ৪৬ টি রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা হবে।
তিনি জানান, নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতোমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহও সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, সিলেটসহ সারাদেশে ইসির এই হালনাগাদ কর্মসূচি শুরু হয় গত ২০ জানুয়ারি। যেসব নাগরিকের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হয়।
ইসির তথ্য অনুযায়ী ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যে এবারের ভোটার হালনাগাদ কার্যক্রমে মাঠে রয়েছেন সংস্থাটির ৬৫ হাজার লোক। অন্যদিকে ২০২২ সালে নেওয়া ৩ বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রমও চলমান। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে বলে জানিয়েছে ইসি, যা আগামী ২ মার্চে প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করা হবে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। ওই তালিকায় নতুন করে যোগ হয় প্রায় ১৯ লাখ নাগরিক। আর এবারের চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৪০ থেকে ৪৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন