চীনের মূল ভূখণ্ড এবং হংকং থেকে পার্সেল গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডাক পরিষেবা (ইউএসপিএস) এই খবর জানিয়েছে।
কম্পানির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থগিতাদেশের ফলে চিঠিপত্রের ওপর কোনো প্রভাব পড়বে না। তারা আরো জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।
তবে কোনো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মন্তব্যের জন্য বিবিসি নিউজের অনুরোধেরওে তাৎক্ষণিকভাবে ইউএসপিএস কোনো জবাব দেয়নি।
ডোনাল্ড ট্রাম্প চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর অতিরিক্ত ১০শতাংশ শুল্ক আরোপের পর এই খবর এলো। ট্রাম্পের নির্বাহী আদেশে ৮০০ ডলার বা তার কম মূল্যের পণ্য শুল্ক বা নির্দিষ্ট কর প্রদান ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া একটি ছাড়ও বাতিল করা হয়েছে।
এদিকে চীনও তার জবাবে মার্কিন পণ্যে ১৫ শতাংশ শুল্ক বসিয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন