জামিনে মুক্তি পেলেন হংকংয়ের মিডিয়া সম্রাট লাই

gbn

গ্রেপ্তারের দুইদিন পর জামিনে মুক্তি পেলেন হংকংয়ের মিডিয়া সম্রাট ও জনপ্রিয় সংবাদপত্র অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই। তিনি বেইজিংয়ের আরোপিত নতুন নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছিলেন।

বুধবার (১২ আগস্ট) সকালে কারামুক্ত হন লাই। এসময় তার চারপাশে ছিলেন আইনজীবীরা। তাকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন সমর্থকরা, তাদের মুখে শ্লোগান ছিল শেষ পর্যন্ত লড়াই করে যান।

 

‘বিদেশি শক্তির সঙ্গে মিলিত হওয়ার’ অভিযোগে সোমবার (১০ আগস্ট) গ্রেপ্তার করা হয় বেইজিংয়ের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক। তার অফিসেও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওইদিন লাইসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে হংকং পুলিশ।

ছাড়া পাওয়ার পর কোনও মন্তব্য করেননি লাই। তার সঙ্গে মুক্ত হন দুই ছেলে ও অ্যাক্টিভিস্ট আগনেস চাও। ২০১৪ সালে কথিত আম্ব্রেলা মুভমেন্ট দিয়ে পরিচিত পান চাও, এই গ্রেপ্তারকে তিনি ‘রাজনৈতিক নিপীড়ন ও রাজনৈতিক দমন’ উল্লেখ করেছেন বলে জানিয়েছে সাউথ চীনা মর্নিং পোস্ট।

মাত্র দুই সপ্তাহরও কম সময় আগে নিরাপত্তা আইন লংঘন করার অপরাধে প্রথমবার চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন