বাদই পড়ছেন কামিন্স! অসিদের নতুন অধিনায়ক হবেন কে?

গোড়ালির সমস্যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা খুবই কম অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। মিনি বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে যাওয়ার আগে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডেও খেলতে পারছেন না তিনি।

আগামীকাল বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে গলে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। অসিদের টেস্ট দলের বাইরে থাকা ওয়ানডে খেলোয়াড়রা এদিন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্স সেই দলের সঙ্গে থাকছেন না।

ম্যাকডোনাল্ড আরও জানান, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন কামিন্স, সেক্ষেত্রে স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া।

 

দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর শ্রীলঙ্কার টেস্ট সফর থেকে ছুটি নিয়েছিলেন কামিন্স। এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অতিরিক্ত বোলিংয়ের কারণে গোড়ালির সমস্যা বেড়ে যায় অসি পেসারের।

ম্যাকডোনাল্ড এসইএন-কে বলেন, ‘প্যাট কামিন্স এখনো কোনো ধরনের বোলিং শুরু করতে পারেনি। তাই তার খেলার সম্ভাবনা খুবই কম। ফলে আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড আলোচনায় রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে প্যাটকে রেখেই আমরা পরিকল্পনা করছিলাম। কিন্তু এখন এই দুইজন (হেড ও স্মিথ) আমাদের প্রাথমিক পছন্দ।’

 

তিনি আরও বলেন, ‘স্টিভ এখানে প্রথম টেস্টে দারুণ কাজ করেছে। ওয়ানডে ক্রিকেটেও তার ভালো অভিজ্ঞতা রয়েছে। তাই এই দুইজনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নেবো।’

জশ হ্যাজেলউডও ইনজুরিতে রয়েছেন। এই পেসারেরও খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে। ম্যাকডোনাল্ড বলেন, ‘যেমনটা বললাম, প্যাটের খেলার সম্ভাবনা খুবই কম, যা দুঃখজনক। আর জশ হ্যাজলউডও ফিটনেস নিয়ে লড়াই করছে। আগামী কয়েকদিনের মধ্যে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর সঠিক সিদ্ধান্ত জানাতে পারবো।’

হ্যাজলউড বর্তমানে কোমরের সমস্যায় ভুগছেন। এর আগে সাইড ও কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পাঁচটি টেস্ট সিরিজের তিনটি এবং শ্রীলঙ্কা সফর মিস করেন।

মিচেল মার্শ ইতোমধ্যে পিঠের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। তিনি ঘরোয়া মৌসুমও খেলতে পারবেন না। তবে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে ডানহাতি অলরাউন্ডারের।

 

অস্ট্রেলিয়া এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মার্শের বদলি কারো নাম ঘোষণা করেনি। ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, বিউ ওয়েবস্টারকে ওডিআই দলে ডাকার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে কোনো ওয়ানডে খেলেননি।

দলের বোলিং অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই অ্যারন হার্ডি ও মার্কাস স্টয়নিস রয়েছেন। তবে তাদের দুজনেরই ইনজুরি সমস্যা আছে। হার্ডি মাত্র বোলিংয়ে ফিরেছেন আর স্টয়নিস সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ২০-তে খেলতে নেমে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। যে কারণে শেষ ম্যাচে বল করতে পারেননি।

 

কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে শন অ্যাবটের ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা রয়েছে। স্পেন্সার জনসনও দলে সুযোগ পেতে পারেন। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য দলের সঙ্গে যাচ্ছেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন